শুষ্ক ত্বকের জন্য কোন ফেসওয়াস ভালো - শুষ্ক ত্বকের জন্য কোন সাবান ভালো


শুষ্ক ত্বকের জন্য কোন ফেসওয়াস ভালো - শুষ্ক ত্বকের জন্য কোন সাবান ভালো এই আর্টিকেল থেকে জেনে নিতে পারেন এছাড়া আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব শুষ্ক ত্বকের জন্য কোন ফেসওয়াস ভালো - শুষ্ক ত্বকের জন্য কোন সাবান ভালো আজকের এই আর্টিকেলটি আপনি যদি মনোযোগ সহকারে পড়েন শুষ্ক ত্বকের জন্য কোন ফেসওয়াস ভালো - শুষ্ক ত্বকের জন্য কোন সাবান ভালো শুধুমাত্র একটি পোস্ট থেকে জেনে নিতে পারবেন ।
শুষ্ক ত্বকের জন্য কোন ফেসওয়াস ভালো - শুষ্ক ত্বকের জন্য কোন সাবান ভালো
শুষ্ক ত্বকের জন্য কোন ফেসওয়াস ভালো - শুষ্ক ত্বকের জন্য কোন সাবান ভালো

এই আর্টিকেলটি আপনি মনোযোগ সহকারে পড়েন তাহলেশুষ্ক ত্বকের জন্য কোন ফেসওয়াস ভালো - শুষ্ক ত্বকের জন্য কোন সাবান ভালো সম্পূর্ণ পোস্টটি পড়লে আর কোন প্রশ্ন থাকবে না ।

তৈলাক্ত ত্বকের জন্য কোন ফেসওয়াস ভালো

তৈলাক্ত ত্বকের জন্য কোন ফেসওয়াস ভালো সেটা নির্ধারণ করতে আপনার ত্বকের ধরন বা ত্বকের অবস্থার ওপর।তবে তৈলাক্ত ত্বকের যে কোন ফেসওয়াস আছে নিম্নলিখিত সামগ্রী ভাবে সাবধান ভাবে ব্যবহার করা উচিত।

যে সকল ফেসওয়াশে শেলী সিলিক অ্যাসিড, নিয়া সিনেমাইড, গ্লাইকোলিক অ্যাসিড,ব্যাকটেরিয়াল ক্লিনজার, গ্যাটানাল ইত্যাদি উপাদান দিয়ে তৈরি সেইগুলো ফেসওয়াশ তৈলাক্ত ত্বকের জন্য খুবই উপকারী। এইসব উপাদান দিয়ে তৈরি ফেসওয়াস ত্বকের অতিরিক্ত জীবাণু দূর করতে সাহায্য করে। তৈলাক্ত ত্বকের জন্য মিনিমালিস্ট ২% স্যালিসিলিক অ্যাসিড ফেসওয়াস ব্যবহার করতে পারেন। সালফেট মুক্ত এই ফেসওয়াস টি। এই ফেসওয়াসটি অতিরিক্ত তেল কমাতে এবং স্বাস্থ্যকর ত্বক বজায় রাখতে সাহায্য করে।

শুষ্ক ত্বকের জন্য কোন ক্রিম ভালো

অনেক সময় আবহাওয়া বৈরী পরিবেশের জন্য দূষণ ও ঋতু পরিবর্তনের জন্য অনেকের স্কিন শুষ্ক হয়ে যায়। বিশেষ করে শীতকালে স্কিনে এই সমস্যা দেখা দেয় যেমন ঠোঁট মুখ হাত পা সব ড্রাই হয়ে যায়। এর ফলে ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা হারিয়ে যায়। ত্বকের উজ্জ্বলতা ও স্বাভাবিক ফিরিয়ে আনার জন্য কিছু ডে ক্রিম ব্যবহার করতে পারেন।ত্বকের এই শুষ্কতা দূর করার জন্য বিভিন্ন ব্র্যান্ডের ক্রিম বা লোশন ব্যবহার করতে পারেন। যেমন

★ নিভিয়া সফট ক্রিম,

★ লোটাস হারবাল ক্রিম'

★ পন্ডস স্কিন মশ্চারাইজার ডে ক্রিম

★, হিমালয়া সফট ক্রিম,

★সিম্পল স্কিন লাইট ময়শ্চারাইজার ক্রিম

উপরে উক্ত এ সকল ক্রিম ব্যবহার করলে আপনার ত্বকের আদ্রতা ফিরে আসবে। কেননা এ সকল ক্রিম আদ্রতা আকর্ষণ করতে সাহায্য করে থাকে। ,

শুষ্ক ত্বকের জন্য কোন সাবান ভালো

শুষ্ক ত্বকের জন্য কোন সাবান ভালো সেটা অনেকেই জানতে চেয়ে থাকেন। শুষ্ক ত্বকের লোকদের গোসলের পর গ্লিসারিন যুক্ত সাবান বা ক্রিম যুক্ত সাবান ব্যবহার করতে হবে। অত্যন্ত শুষ্ক ত্বকের ব্যক্তিদের জন্য একটি মৃদু এবং ময়েশ্চারাইজিং সাবান বেছে নেওয়া গুরুত্বপূর্ণ। আপনি যদি অত্যন্ত শুষ্ক ত্বকের অধিকারী হন আপনার ত্বকের যত্নের রুটিনে একটি মশ্চারাইজার সাবান যুক্ত করতে ভুলবেন না।

কেননা এটি হাইড্রেশনের লক করতে এবং আপনার ত্বকের নরম এবং কোমল বোধ করতে সাহায্য করবে এবং মন রাখবেন সর্বদা নতুন পণ্যের পরীক্ষা করতে এবং আপনার কোন উদ্দেশ্য থাকলে একজন চর্মরোগ বিশেষজ্ঞের সাথে পরামর্শ করে নিয়ে সাবান কিনবেন। শুষ্ক ত্বকের জন্য মৃদু হাইড্রেটিং ফ্রেশ সাবান ব্যবহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।শুষ্ক ত্বকের জন্য বিশেষভাবে তৈরি করা সাবান গুলি অনুসন্ধান করে দেখা গেছে যে হাইড্রেট এবং পুষ্টি যোগাতে সাবানে যুক্ত করা হয় গ্লিসারিন এবং ক্রিম বা মধু ।শুষ্ক ত্বকের জন্য উল্লেখযোগ্য কিছু সাবান

ডাব সেনসিটিভ স্কিন বিউটি বার,

cetaphil gentel cleaning,

Aveeno ultracalming hydrating gel cleanser,

Naeem , Godrej number 1,

ইত্যাদি সাবানগুলো ব্যবহার করতে পারেন।

উপরে উক্ত নির্দিষ্ট সাবানগুলোতে ময়েশ্চারাইজিং যা হাইড্রেটিং ও ক্লিন করতে সাহায্য করে ।এই সাবানগুলোতে রয়েছে শ্রীরামাইন এবং হায়ালু রনিক এসিড যা হাইড্রেটিং বৈশিষ্ট্যের জন্য পরিচিত। এই সাবানগুলো তে রয়েছেন ননকমেডোজেনিক যা শরীর শুষ্ক সংবেদনশীল ত্বকের জন্য একটি দুর্দান্ত করে থাকে।

শুষ্ক ত্বকের জন্য কোন ক্রিম ভালো

শুষ্ক ত্বকের জন্য কোন ক্রিম ভালো সেটা আপনারাও অনেকেই জানতে চেয়ে থাকেন। চলুন জেনে নেওয়া যাক সুস্থ থাকের জন্য কোন ক্রিম ভালো। আপনার ত্বকের উপর ডিপেন্ড করে কোন ক্রিম টা আপনার জন্য উপযুক্ত। শুষ্ক ত্বকে আদ্রতা প্রয়োজন সবচেয়ে বেশি। তাই শুষ্ক ত্বকের জন্য অয়েল বেসড ক্রিম ব্যবহার করা উচিত। শুষ্ক ত্বকের জন্য ক্লিনজিং বা ফেসওয়াস যেমন জরুরী ঠিক তেমনি ক্রিম বা মশ্চারাইজার সমান ভাবে জরুরি। কেউ ত্বকের জন্য বাড়তি কিছু যদিওবা না করে তবুও ফেসওয়াস দিয়ে মুখ ক্লিন করে একটা ক্রিম বা ময়েশ্চারাইজার বা সানস্ক্রিম ব্যবহার করে থাকেন সুস্থ ত্বকের জন্য। তাই এজন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ আপনার ত্বকের জন্য কোন ক্রিমটা বেস্ট।

ত্বকের জন্য ক্রিম বা মশ্চারাইজার ব্যবহার কেন জরুরী সবার আগে সেটা জানতে হবে। আবহাওয়া যেমনই হোক ঘরে বাইরে যেখানেই থাকি না কেন বিভিন্ন কারণে ত্বকের আদ্রতা হারিয়ে গিয়ে ত্বক হয়ে ওঠে নিষ্প্রাণ। আর এই ক্রিম ত্বকের এ হারিয়ে যাওয়া আদ্রতা ফিরিয়ে আনতে সাহায্য করে। ত্বকের আদ্রতা হারিয়ে গেলে ত্বক হয়ে ওঠে রুক্ষ শুষ্ক নিষ্প্রাণ হয়ে অকালে বুড়ো হয়ে যায় মানুষ। ত্বকের কোমলতা ধরে রাখতে মুখের খড় করে ভাব দূর করতে এবং অকালে বয়সের ছাপ রোধ করতে আমাদের প্রত্যেকের উচিত নিয়মিত মশ্চারাইজার ক্রিম বা সানস্ক্রিম ব্যবহার করা উচিত।

শুষ্ক ত্বকের জন্য কোন ফেসওয়াস ভালো

সুস্থতা আর সৌন্দর্যের মূল কথাই হল পরিছন্নতা কেননা ত্বক সঠিক ধোয়া হলে কেবল তখনই সৌন্দর্য ফুটে উঠবে । যখন আপনার ত্বকের জন্য সঠিক ফেসওয়াশ বাছাই করবেন ঠিক তখনই আপনার ত্বক দেখাবে উজ্জ্বল ও লাবণ্যময়। আর ফেসওয়াস বাছাই করতে যদি আপনি ভুল করেন তাহলে কিন্তু এর বিপরীত হতে পারে। তাই কি দিয়ে আপনি মুখ ধুচ্ছেন সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেটাই। বাজারে নানান ধরনের ফেসওয়াস এর মধ্যে কোনটা ভালো হবে বাছাই করতে গিয়ে পেরেশানির মধ্যে পড়েন অনেকেই। আর বাজারে আমদানিকৃত ফ্রেশওয়াজ গুলির মধ্যে যেটাই বেছে নিন না কেন ত্বকের উপযোগী কিনা সেটা নিশ্চিত হয়ে নিবেন। ফেসওয়াশ কেনার সময় অবশ্যই তার উপাদান গুলো দেখে নিবেন।

শুষ্ক ত্বকের জন্য আপনাকে ফেস ওয়াশ বেছে নিতে হবে ক্রিমভিত্তিক যেগুলো ফেসওয়াস ঠিক সেইগুলো। ত্বকের স্বাভাবিক তৈলাক্ততা ধরে রাখতে এ ধরনের ফেসওয়াশগুলো খুবই কার্যকরী ভূমিকা পালন করে থাকে। এ ধরনের ফেসওয়াস ব্যবহারে ত্বকের স্বাভাবিক আর্দ্রতা বজায় থাকে। এবং দীর্ঘ সময় পর্যন্ত ম্যাট লুক পাওয়া যায়। ত্বক গভীর থেকে পরিষ্কার হয় বাড়ে উজ্জ্বলতা ত্বকে ক্ষুদ্র ছিদ্র থাকলে তাও কমে আসে।শুষ্ক ত্বক থেকে স্বাভাবিক ত্বকে ফিরিয়ে আনতে আয়ুর্বেদিক ফেসওয়াশ ইউজ করতে পারেন।

যা আপনার ত্বককে মসৃণ ও সতেজ রাখতে সাহায্য করবে। জাফরানের নির্যাস দিয়ে সমৃদ্ধ এমন ফেসওয়াস ব্যবহার করুন। যা আপনার ত্বকে গভীরভাবে পরিষ্কার করে এবং তার প্রাকৃতিক আর্দ্রতার ভারসাম্য বজায় রাখে। জাফরান তার হাইড্রেটিং এবং জাফরানের শান্তিদায়ক বৈশিষ্ট্য গুলির জন্য পরিচিত কেননা ত্বকে পুষ্টি এবং ত্বক নরম ও মসৃণ ও সতেজ রাখতে সাহায্য করে।শুষ্ক ত্বকের জন্য চায় আদ্রতা দেবে এমন উপাদান সমৃদ্ধ কোমল ফেসওয়াশ যাও হতে হবে ঘ্রাণ বিহীন ও হাইপোএলারজেনিক যাতে এলার্জির প্রবণতা খুবই কম।

এই ধরনের ফেসওয়াস ব্যবহার করলে শুষ্ক ত্বকের জন্য খুবই উপকারী। শুষ্ক এবং নিস্তেজ ত্বকের জন্য কোন ফেসওয়াস সবচেয়ে ভালো আপনারা জানতে চেয়ে থাকেন শুনুন জেনে নেওয়া যাক সুস্থ এবং নিস্তেজ ত্বকের জন্য হাইড্রেটিং এবং পুষ্টিকর ফেসওয়াস বেছে নেওয়া একটি গুরুত্বপূর্ণ বিষয়। হায়ালুরনিক অ্যাসিড, গ্লিসারিন এবং নিরামাইড এর মতো উপাদান রয়েছে এমন পণ্য গুলি বেছে নেওয়া উচিত যা ত্বকের আদ্রতা লক করতে এবং ত্বকের বাধা ফাংশন কে উন্নত করতে সাহায্য করে। কঠোর ক্লিনজারগুলি এড়িয়ে চলুন যা ত্বকের প্রাকৃতিক তেলকে ছিড়ে ফেলতে পারে এবং আরো শুকিয়ে যেতে সাহায্য করতে পারে।

মেয়েদের জন্য কোন ফেসওয়াশ সবচেয়ে ভালো

মেয়েদের জন্য কোন ফেসওয়াশ সবচেয়ে ভালো সেটা অনেকেই জানতে চেয়ে থাকেন চলুন জেনে নেই কোন ফেসওয়াশ সবচেয়ে ভালো। কোন ফেসওয়াস আপনার ত্বকের জন্য ভালো তা নির্ভর করছে আপনি কোন ধরনের ত্বকের অধিকারী। সাধারণত তৈলাক্ত ত্বকের জন্য নিম ফেসওয়া সবচেয়ে উপকারী একটি ফেসওয়াশ। আর যে সকল মেয়েদের ত্বক শুষ্ক তারা মধু সমৃদ্ধ ফেসওয়াস ব্যবহার করতে পারেন।

★ যদি বলেন কোন কেমিকাল তৈলাক্ত ত্বকের জন্য উপকারী একটি ফেসওয়াশ ব্যবহার করতে চান তাহলে এরোমা ম্যাজিক নিম এন্ড টিট্রি ফেসওয়াশ ব্যবহার করতে পারেন। ইনশাল্লাহ এটি ব্যবহার করে উপকৃত হবেন এতে কোন কেমিকাল নেই আর্টিফিশিয়াল সুগন্ধি বা রঙও নেই। তাই এটি ব্যবহারে কোন ক্ষতি হবে না।

★এছাড়াও আরও কিছু ফেসওয়াস ব্যবহার করতে পারেন যেমন mini mallist অ্যাসিড ফেসওয়াস টু পার্সেন্ট।মেয়েদের জন্য সবচেয়ে ভালো তেল নিয়ন্ত্রক ফেসওয়াস হলো এটি। এই ফেসওয়াস ত্বকের তৈলাক্ত ভাব নিয়ন্ত্রণ করে এবং ত্বকের লিপিড বা প্রোটিন ছাড়াই সর্বোত্তম পরিষ্কার করে।

★Cetaphil oily skin cleaners নিঃসন্দেহে এই ফেসওয়াশ টি ব্যবহার করতে পারেন এটি মেয়েদের জন্য সেরা তেল জাতীয় ফেসওয়াশ। এই ফেসওয়াসটি তৈলাক্ত ত্বকের জন্য উপযোগী একটি ফেসওয়াস কেননা এতে রয়েছে মৃদু ফ্লোমিং এবং নন ইরিটেটিং ফর্মুলা যা তৈলাক্ত ত্বকের ক্ষতির হাত থেকে বাঁচিয়ে থাকে।

★ফরেস্ট এসেনশিয়াল কাশ্মীরি জাফরান এবং নিউ ডেলিগেট ফেসিয়াল ফেসওয়াশ মেয়েদের জন্য সবচেয়ে ভালো ফেসওয়াস। এই ফেসওয়াসের মূল উপাদান সমূহ কাশ্মীরে জাফরান নিম এবং মধু। বেল আয়ুর্বেদিক এবং সালফেট মুক্ত টোন হাইড্রেট এবং ময়েশ্চারাইজ করার জন্য তৈরি এবং ত্বক ভিতর থেকে পরিষ্কার করে থাকে এই ফেসওয়াশ। এই ফেসওয়াশটি নিঃসন্দেহে ব্যবহার করতে পারেন। বিশেষ করে যে সকল মেয়েদের সংবেদনশীল স্কিন, তৈলাক্ত ত্বকের জন্য খুব ভালো কাজ করে থাকে। এই ফেসওয়াসটি ত্বকে শুষ্ক বা তেল তেলে না করে ত্বককে সমস্ত ময়লা দূর করতে সাহায্য করে।

★তেল নিয়ন্ত্রণের জন্য এম ক্যাফিন ডিপ ক্লিনজিং কফি ফেসওয়াস ব্যবহার করতে পারেন। এই ফেসওয়াস সব ধরনের ত্বকের জন্য উপযোগী।

শুষ্ক ত্বকের জন্য ময়েশ্চারাইজার

শুষ্ক ত্বকের জন্য যেমন ক্লিনজিং ফেসওয়াসের প্রয়োজনীয়তা রয়েছে ময়শ্চারাইজার এর গুরুত্ব অনেক। কেননা ধুলোবালি ও জলীয় বাষ্প কারণে ত্বকের আদ্রতা হারিয়ে যায়। ত্বকের আদ্রতা ধরে রাখতে ময়েশ্চারাইজিং ব্যবহার করা উচিত। তবে হ্যাঁ ময়েশ্চারাইজার ব্যবহার করার আগে ত্বকের ধরনের অনুযায়ী মশ্চারাইজার বাছাই করা উচিত। শুষ্ক ত্বকের জন্য ওয়েল বেসড ময়শ্চারাইজার ব্যবহার করা ভালো হবে। কারণ শুষ্ক ত্বকে আদ্রতা প্রয়োজন সবচেয়ে বেশি।

আমাদের অনেকের ধারণা শুধুমাত্র শীতকালে ময়শ্চারাইজার ব্যবহার করা উচিত। কিন্তু এটা আমাদের ভুল ধারণা শুধু যে শীতকালেই মশ্চারাইজার ব্যবহার করতে হবে সেটা না। শীত বা গ্রীষ্ম সারা বছরই ত্বকে মশ্চারাইজার ব্যবহার করা জরুরী ।ত্বকের আদ্রতা যদি ঠিক না থাকে তাহলে আপনি যতই ত্বকের যত্ন করুন না কেন কোন লাভ হবে না। তাই আপনার ত্বকের ধরণ দেখে সঠিক মশ্চারাইজার বেছে নিন। সঠিক ময়শ্চারাইজার ত্বকের গুরুত্বপূর্ণ স্তরটিকে হাইড্রেট করে ত্বককে সুস্থ রাখতে সাহায্য করে। গুরুত্বপূর্ণ কিছু মশ্চারাইজার হল

Aveeno

Avene

La roche posay

dove

Eucerin and Cetaphil

এর মত ব্র্যান্ডের কিছু মশ্চারাইজিং ব্যবহার করলে শুষ্ক ত্বকের জন্য অনেক ভালো কাজ করে। এইসব মশ্চারাইজিং গুলো ব্যবহার করার জন্য ডক্টর সাজেস্ট করে থাকেন।

শেষ কথা: শুষ্ক ত্বকের জন্য কোন ফেসওয়াস ভালো - শুষ্ক ত্বকের জন্য কোন সাবান ভালো

পোষ্টের মাধ্যমে আপনারা শুষ্ক ত্বকের জন্য কোন ফেসওয়াস ভালো - শুষ্ক ত্বকের জন্য কোন সাবান ভালো জানতে পারলেন । মনোযোগ সহকারে পড়ে থাকেন তাহলে আশা করি আপনার কোন সমস্যা হওয়ার কথা নাশুষ্ক ত্বকের জন্য কোন ফেসওয়াস ভালো - শুষ্ক ত্বকের জন্য কোন সাবান ভালো সম্পর্কে জানতে পরলেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url